চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে সামসুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির হাত-পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। তার বাড়ি উপজেলার ডাকরা গ্রামে। সামসুলের পারিবারিকসূত্র জানায়, পূর্ব শত্র“তার জের ধরে একই এলাকার আজিজুল ইসলাম রেন্টু ও তার সহযোগীরা গতকাল শুক্রবার সকালে সামসুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নির্জন এলাকায় নিয়ে হাতপায়ের রগ কেটে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্ত্তুজা জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
