ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়ায় ‘মশা -মাছি দুরে রাখি,রোগ বালাই মুক্ত থাকি’ এই স্লগানকে সামনে রেখে সোমবার সকাল ১১টায় একটি র্যালী শেষেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাফর আলী খান,মোঃ মেহেদী হাসান সানী,জাকারিয়া শেখ,ইফতেয়ার উদ্দিন রুমি প্রমূখ। সোশ্যাল মাকেটিং কোম্পানী ও ইউ এস এইড এর সহযোগীতায় ইপজেলা স্বাস্থ্য বিভাগ এবং সি ডব্লিউ এফ ডি এর আয়োজন করেন।
