আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে যাত্রা বিরতি শেষে ৬ এপ্রিল রবিবার দুপর ১২টার দিকে পৌর এলাকার আউটার সিগনাল সংলগ্ন রেলক্রসিয়ে মাল বোঝাই কাভার্ড ব্যানের(ঢাকা মেট্রো-অ-১৪-১০৮৩) সাথে সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় ট্রেন যাত্রীদের চিৎকারে ট্রেনের লোকোমেটিক মাষ্টার ট্রেন থামিয়ে দেওয়ায় বড় ধরনের র্দুঘঁঁটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন ও অসংখ্য যাত্রী। ফলে ঢাকা ময়মনসিংহ সড়কে পৌনে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। কাভার্ড ভ্যানটি সড়িয়ে নেওয়ার পর ডেমু ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পুলিশ পণ্য বোঝাই কার্গোটি আটক করেছে। এ ঘটনায় কোন যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনের লোকোমেটিক মাষ্টার আব্দুল আজিজ জানান, কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষের সময় গতি কম ছিল। এ কারনে আতঙ্কিত যাত্রীদের চিৎকারে ট্রেনটি দ্রুত থামানো সম্ভব হয়।
গফরগাঁও রেলওয়ে ষ্টেশন মাস্টার মোছলেম উদ্দিন বলেন, এ দূর্ঘটনায় কোন যাত্রী হতাহতের খবর পায়নি।
