ইয়ানুর রহমান, যশোর : সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, বহু ঘাত প্রতিঘাতের পর শার্শায় নেতৃত্বের পরিবর্তন এসেছে। সার্বিক উন্নয়নে কোন বাধা থাকবে না। উন্নয়নেরও গতিশীলতা আসবে। আর উন্নয়নের গতি আনতে সকল ভেদাভেদ ভুলে কাধে কাধ মিলিয়ে আসুন এক সাথে কাজ করি। গতকাল শার্শা উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আপনারা জানেন, একটি সার্থাম্বেশি মহলের কু-প্রচারনা ফলে শার্শার সার্বিক উন্নয়নে বাধাগ্রস্থ হয়েছিল। ঐ মহলকে আপনারা চিহ্নিত করে রাখবেন। যাতে কোন প্রকারে দলের মধ্যে থেকে দলকে ক্ষতিগ্রস্থ না করতে পারে সে দিকে নজর রাখতে হবে। শার্শাকে নির্ভেজাল আওয়ামীলীগ উপহার দিতে চায়।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আলী কদর সাগর, সাধারন সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান মন্টু, যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, কৃষকলীগের সভাপতি আবু তালেব মিয়া, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাওছার আলী, সাধারন সম্পাদক মোরাদ হোসেন, নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক ওবাইদুর রহমান খাঁন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, চেয়ারম্যান আব্দুল মান্নান, চেয়ারম্যান বজলুর রহমান, চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, চেয়ারম্যান আলিম রেজা বাপ্পিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর দুপুর দেঢ় টায় শার্শা উপজেলা মিলনায়তনে নির্বাহি কর্মকর্তা এটিএম শরিফুল আলমের সভাপতিত্বে মাসিক সমন্নয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, চেয়ারম্যান আব্দুল মান্নান, চেয়ারম্যান বজলুর রহমান প্রমুখ।
