মেহের আমজাদ,মেহেরপুর : গমের নাড়া পোড়াতে ক্ষেতে দেয়া আগুনে কপাল পুড়েছে দরিদ্র কৃষকের। পথে বসেছে মেহেরপুরের গাংনী উপজেলার বড়বামুন্দী গ্রামের ৩ কৃষক। গতকাল রোববার সন্ধ্যা রাতে বড়বামুন্দী মাঠে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভ‚ক্তভোগিরা জানান, গাংনী উপজেলার বড়বামুন্দী গ্রামের রফিকুল ইসলাম নিজ জমির গমের নাড়া পুড়াতে নাড়ায় আগুন লাগিয়ে দেয়। এক পর্যায় আগুন পাশের পান বরজে লাগে। মুহুর্তের মধ্যে পান বরজ পুড়ে শেষ হয়ে যায়। বড়বামুন্দী গ্রামের আবেদউদ্দীনের ছেলে হাশমত উল্লাহ, দবিরউদ্দীনের ছেলে আমিরুল ইসলাম ও খোরশেদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস পুড়ে যাওয়া ওই পান বরজের মালিক। তারা রফিকুল ইসলামের কাছেই থেকে ২বিঘা ৫ কাঠা জমি লিজ নিয়ে পান চাষ করেছিলেন। ক্ষতির পরিমান ৭ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে। তাদের জমিতে ৩৬০ পিলি পান ছিলো। কয়েক দিন পরে পান বিক্রি করা যেত বলে আরো জানালেন হেকমতউল্লাহ। পান চাষ করার আগে তারা প্রত্যেকে ব্যাংক ঋণ গ্রহণ করেছে। সব হারিয়ে তারা এখন পথে বসেছে। তারা টাকা আদায়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করার হুমকী দিয়েছে।
মেহেরপুরে অস্ত্রসহ সবুজ গ্রেফতার

চরমপন্থি সংগঠন পুর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির এক সময়ের আঞ্চলিক নেতা সবুজ হোসেনকে (৩৮) একটি বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে দশটার দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার ভাড়া বাসা থেকে সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের মৃত সুন্নত আলীর ছেলে। প্রায় এক ডজন মামলা নিষ্পত্তি শেষে প্রায় ৬ মাস আগে সে হাজতমুক্ত হয়ে মেহেরপুর শহরে বসবাস শুরু করে। মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানিয়েছেন, সবুজ সম্প্রতি আবারো সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। সে একসময় পুর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক প্রধান ছিল।
এদিকে রোববার রাতেই মেহেরপুর সদর থানার এসআই সুফল বাদি হয়ে সবুজের নামে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
মুজিবনগরে ইটভাটায় চাঁদাবাজদের হামলা : ৭ শ্রমিক আহত
মেহেরপুরের মুজিবনগরে ইটভাটায় আবারো হানা দিয়েছে চাঁদাবাজরা। চাঁদার দাবিতে ইটভাটার সাত শ্রমিককে পেটানো হয়েছে। গুরুতর আহত চার শ্রমিককে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দিনগত মধ্যরাতে হিরা ও মুকুট নামের দুটি ইটভাটায় এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা গেছে, গৌরিনগরে অবস্থিত হিরা ইটভাটায় রাত বারটার দিকে ১৫/২০ জন অস্ত্রধারী চাঁদাবাজ হামলা চালায়। কর্মরত শ্রমিক আলামিন হোসেন (২৫) ও শরিফ উদ্দীকে (২৭) ধরে পার্শ্ববর্তী মফেলউদ্দীনের আমবাগানে নিয়ে যায়। হাত-পা বেঁধে উপুর্যপরি পিটিয়ে স্থানত্যাগ করে চাঁদাবাজরা। রাতেই আহত দু’শ্রমিককে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সময়ে পার্শ্ববর্তী মুকুট ইটভাটায় হামলা চালিয়ে শ্রমিকদের পেটাতে থাকে। কর্মরত শ্রমিক জিনারুল ইসলাম (৪০), শিপন হোসেন (২২), আব্দুস সাত্তার (৫৫), সিরাজ হোসেন (৪০) ও সাহাবউদ্দীন (৪০) আহত হয়। এদের মধ্যে জিনারুল ও শিপনকে সকালে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মেহেরপুরে এনসিটিএফ’র বার্ষিক সাধারন সভা ও দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ শিশুএকাডেমি মেহেরপুর জেলা শাখা ও সেভ দ্য চিলড্রেন প্লান বাংলাদেশের সহযোগিতায় এনসিটিএফ মেহেরপুরের আয়োজনে এনসিটিএফ’র বার্ষিক সাধারন সভা ও দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় মেহেরপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এনসিটিএফ’র সদর উপজেলা কমিটির সভাপতি লাবনী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট অফিসার (সিআরজি) আবু জাফর মোহাম্মদ।
পরে সেখানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটি গঠন করা হয়। এতে জেলা কমিটিতে সভাপতি পদে লাল মিয়া, সহ-সভাপতি পদে নাজনীন নাহার মীম, সাধারণ সম্পাদক পদে সিহাব শাহরিয়ার মাহিন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আায়েশা আক্তার, সাংগঠিনিক সম্পাদক পদে মতিউর রহমান, চাইল্ড পার্লামেন্ট (মেয়ে) মারিয়া নওরূীন, চাইল্ড পার্লামেন্ট (ছেলে) পদে হাসান মাহমুদ, শিশু সাংবাদিক (মেয়ে) পদে জান্নাতুল ফেরদাউস, শিশু সাংবাদিক (ছেলে) পদে ই্য়াসিন আরাফাত হিম, শিশু গবেষক (মেয়ে) লাবনী আক্তার ও শিশু গবেষক (ছেলে) কানন নির্বাচিত হয়েছেন।
মেহেরপুরে তিন দিন ব্যাপি ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ/১৪ সমাপ্ত
মেহেরপুরে তিন দিন ব্যাপি ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ/১৪ গতকাল সোমবার শেষ হয়েছে। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ/১৪ এর সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার সাবরিনা শারমিন, মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সহকারি শিক্ষক সেকেন্দার আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
ছবি-৪। পুরস্কার নিচ্ছে একজন প্রতিবন্ধী।
মেহেরপুরে প্রতিবন্ধী ছেলে-মেয়েদের হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ছেলে-মেয়েদের হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত রোববার বেলা ১১টা মেহেরপুর শহরের কোর্টপাড়া সড়কের পাশে অবস্থিত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে ৩০ জন প্রতিবন্ধী ছেলে-মেয়ে হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিবন্ধী ছেলে-মেয়েদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজ অবসর প্রাপ্ত সহকারি অধ্যাপক ফজলুল হক, শহর সমাজ সেবা প্রকল্পের সহকারি পরিচালক শাহনাজ পারভীন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম বদরুন নাহার। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মীর রওশন আলী মনা, আতাউর রহমান প্রমুখ।
মেহেরপুর সপ্তাহ ব্যাপি উচ্চতর সংগীত বিষয়ক কর্মশালার উদ্বোধন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সপ্তাহ ব্যাপি উচ্চতর সংগীত বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহ ব্যাপি উচ্চতর সংগীত বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমির সহসভপতি নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. গাজী রহমান, সংগীত শিল্পী আশরাফ মাহমুদ, শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন। কর্মশালায় মূল প্রশিক্ষিক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী নীলোৎপল সাধ্য।
