পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়ায় পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড তাজা কার্তুজ সহ একটি দেশী তৈরী (এলজি) কাটা বন্দুক উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। জানাযায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আঞ্চলিক মহসড়কের পেকুয়া-টইটং অংশের ফাঁসিয়াখালী ব্রীজের দুশ গজ দক্ষিণে রাস্তার পূর্বপাশে পরিত্যক্ত অবস্থায় দুটি তাজা কার্তুজ সহ কাটা বন্দুকটি উদ্ধার করা হয়। পেকুয়া থানার সেকেন্ড অফিসার এস.আই. কায়ুম উদ্দিন চৌধুরী বলেন, ৮/১০ জন সন্ত্রাসী অবৈধ অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর জন্য পরিকল্পনা করছে মর্মে গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। এসময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, সন্ত্রাসীদের পুলিশ ধাওয়া করেও কাউকে ধরতে না পারায় সন্ত্রাসীদের নাম পরিচয় কিছুই পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামীলীগের দুপক্ষের মধ্যে পেকুয়া সদরের মৌলভী পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সাথে উদ্ধারকৃত অস্ত্রের যোগ সূত্র থাকায় পুলিশ অপারগ হয়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেনা। এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এর সাথে এরা জড়িত না অন্য একটি পক্ষ জড়িত বলে তার কাছে তথ্য রয়েছে তদন্ত ছাড়া এখনো নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছেনা।
পেকুয়ায় সন্ত্রাসী হামলায় ৪ যুবদল কর্মী আহত

পেকুযায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৪ যুবদল কর্মী আহত হয়েছে। জানাযায়, প্রত্যক্ষদর্শীরা বলেন, ৩১ মার্চ দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ছৈরভাঙ্গা এলাকার আনোয়ার হোছাইনের ছেলে যুবদল কর্মী শফিউল কাদেরের ওপর স্থানীয় মোখতারের ছেলে নুরুচ্ছফার নেতৃত্বে একদল দুর্বত্ত হামলা করলে তাকে উদ্ধার করতে গিয়ে যুবদল কর্মী নাসির, রবিউল আলম, কামাল হোছাইন ও দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়। আহতদের রবিউলকে চকরিয়া সরকারী হাসপাতালে ও শফিউল কাদেরকে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন বলেন, এক পথচারীকে মুখে টচ্ লাইটের আলো দেয়াকে কেন্দ্র করে দূর্বৃত্তরা শফিউল কাদেরের ওপর হামলা করে। আহত শফিউল কাদের বলেন, উপজেলা নির্বাচনের সময় থেকে তারা তাকে আক্রমণের চেষ্টা করছে। অনেক সতর্কতার পর হঠাৎ তাদের সামনে পড়ে গেলে এ হামলার শিকার হয়েছে।
