ঝালকাঠি প্রতিনিধি : কাঠালিয়া কৃষি অফিসের উদ্যোগে খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরন উপলক্ষে এক আলোচনা সভা ৩১ মার্চ সোমবার উপজেলা পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি স¤প্রসারন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা এস এ পিপি ও কে এম কবির, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হুমাউন কবির, মোঃ আসাদুর ইসলাম চিনু, মোঃ আশ্রাফুল ইসলাম ফোরকান প্রমূখ। সভাশেষে ৯২৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরন করা হয়।
