ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ’সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দূনীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪ উৎযাপন উপলক্ষে ইসলামপুরে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার ইসলামপুর উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি বজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রহমান লরেন্স, সদস্য দৈনিক আলোর জগত পত্রিকা ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওসমান হারুনী ,গোলাম মোস্তফা প্রধান ও জেসমিন আক্তার, ফোকাজ বাংলার জেলা প্রতিনিধি শিবু ভট্টাচার্য্য,আঃ সামাদ এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক খাদেমুল হক বাবুল, এম, শফিকুল ফারুক, মোরাদুজ্জামান, সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন এম.কে দোলন বিশ্বাস, শাহাজামাল ঢালী সহ স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা ।
