শ্যামলবাংলা ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির ৩ সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামী জড়িত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি ২৩ ফেব্রুয়ারী রবিবার দুপুরে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, জামায়াত কোন রাজনৈতিক দল নয়, এরা সন্ত্রাসী গোষ্ঠী। পুলিশের গাড়িতে হামলা করে জঙ্গী ছিনতাইয়ের সাথে জামায়াত জড়িত। নিঃসন্দেহে এটা তাদের কাজ।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, স্টেডিয়ামটি এখন পুরোপুরি প্রস্তুত। আর কোন অডিট কিংবা তদন্তের প্রয়োজন হবে না। বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে চা বাগানের জায়গা অধিগ্রহণ করা হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে মুহিত জানান, স্টেডিয়ামের আওতাভুক্ত স্থানে কারও জায়গা নেই। আশপাশের বস্তি উচ্ছেদ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।
উলেখ্য যে, রবিবার সকালে ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জেএমবির ৩ সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় তাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হন। পেটে গুলিবিদ্ধ হন পুলিশের এক এসআই।