কুষ্টিয়া প্রতিনিধি : প্রশাসনের আশ্বাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট আবারো স্থগিত করলো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে দুপুর আড়াইটায় ইবি শাখা ছাত্রদলের দফতর সম্পাদক স্বাক্ষরিত মো. শাহেদ আহম্মেদ এক প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়। প্রেস বার্তাটিতে উলেখ করা হয়, ইবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকীনের জামিনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা প্রদানের আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী বুধবারের মধ্যে প্রশাসন এই দাবি পূরণে ব্যর্থ হলে আগামী ২২ ফেব্র“য়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচী দিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে বলেও জানানো হয় প্রেস বার্তাটিতে।
প্রসঙ্গত, এর আগে গত শনিবার ইবি শাখা ছাত্রদল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পাঁচ দফা দাবিতে মঙ্গল ও বুধবার ধর্মঘটের ডাক দিয়েছিল।