শ্যামলবাংলা ডেস্ক : স¤প্রতি সময়ে ভয়াবহ তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ওয়াশিংটন ডিসি ও বোস্টন অন্তত ৮ ইঞ্চি তুষারে ছেয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নিউ ইয়র্কের হাডসন ভ্যালি ও নিউ ইংল্যান্ডসহ আরো কয়েকটি এলাকায় ১০ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। তুষার ঝড়ের কারণে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসির বিমানবন্দরে আটকা রয়েছে বিপুল সংখ্যাক বিমান যাত্রী।
দুসপ্তাহের মধ্যে ভয়াবহ তুষার ঝড়ে চতুর্থ দফা আক্রান্ত হল নিউ ইয়র্ক। আর দ্বিতীয় বারের মতো আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে জর্জিয়া, টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, লুইজিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, পেনসিলভানিয়া এবং ম্যাসাচুসেটস।
পেনসিলভানিয়ার, ভার্জিনিয়ায় বসবাসরত মানুষের মতে গত ২০ বছরের মধ্যে কখনোই এক মওসুমে চার/পাঁচবার তুষার ঝড় দেখা যায়নি কিংবা এত দীর্ঘসময় শীতের তীব্রতা অনুভূত হয়নি।
তুষারপাত আর ঝড়ের সঙ্গে যুদ্ধ করতে করতে শিশু এবং প্রবীণরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ব্যবসা-বাণিজ্যে ক্ষতির শিকার হচ্ছেন ওই সব এলাকার মানুষ,বেকার হয়েছে অনেক নির্মাণ শ্রমিক।