আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ ১৩ জনের মধ্যে বুধবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে এ.এফ.এম তারেক (দোয়াত-কলম), একেএম শফিকুল আলম কামাল (আনারস), রহুল আমিন (টেলিফোন), জালাল উদ্দিন ভূইয়া (কাপ-পিরিচ)। ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী (চশমা), আবুল হোসেন লিপু (মাইক), আবদুল হক খোকন (তালা), সাইফুল ইসলাম সহিদ (টিউবয়েল), এসএম ইমরান হাসান (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট নাজমা বেগম (প্রজাপতি), মহিমা আক্তার (কলস), সুফিয়া বেগম (হাঁস) ও নাজমা বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন।