রাজশাহী প্রতিনিধি : সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকান্ডের দুই বছরেও কোনো বিচার বা তদন্ত কাজ না হওয়ার প্রতিবাদে রাজশাহীর সাংবাদিকরা মৌন মিছিল,মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে । বেলা সাড়ে ১১টায় নগরীর আলুপট্রি থেকে একটি মৌন মিছিল বের হয়ে জিরো পয়েন্ট দিয়ে আবার একই জায়গায় এসে মিলিত হয় । এরপর এক সমাবেশের মাধ্যমে সংবাদকর্মীরা দ্রুত তদন্ত কাজ শেষ করে বিচার দাবী করেন । রাজশাহী টিভি রিপোর্টারস ইউনিটির আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহীর বিভিন্ন গনমাধ্যম সংগঠনের নেতা-কর্মীরা । বিভিন্ন সাংবাদিক সংগঠন,প্রেসক্লাব ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন । এর আগে সংবাদকর্মীরা একই স্থানে এক দীর্ঘ মানবন্ধনে অংশ নেন ।