মৌলভীবাজার প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তারিকুল ইসলাম খান এর সাথে মৌলভীবাজার জেলার বিভিন্ন ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ সদর দপ্তর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শ্রীমঙ্গলস্থ সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তারিকুল ইসলাম খান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিব তৎপর রয়েছে। ইতিমধ্যে অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক ভারতীয় পণ্য সমাগ্রী, মদ, গাঁজা, ফেনসিডিলসহ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তিনি উপস্থিত সাংবাদিকদের সঠিক তথ্য প্রদান করে অভিযান পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা প্রদানের আহবান জানান। মতনিবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল সরদার মোঃ রেজাউল হক, ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আরমান হোসেন, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর উপ-অধিনায়ক মেজর মোঃ ইকবাল আক্তার, মেডিঃ অফিসার ক্যাপ্টেন মোঃ ওয়ালিউর রহমান, ৫২ এর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, ৫৫ এর সহকারী পরিচালক মোঃ আকরাম হোসেন প্রমুখ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কালের কন্ঠ প্রতিনিধি আব্দুল হামিদ মাহবুব, এনটিভি প্রতিনিধি সৈয়দ উমেদ আলী, ইটিভি প্রতিনিধি বিকুল চক্রবর্তী, এশিয়ান টিভি প্রতিনিধি এস এ হামিদ, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, সংবাদ প্রতিনিধি শাহীন আহমেদ, জনতা প্রতিনিধি সাইফুল ইসলামসহ মৌলভীবাজার, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সেক্টর কমান্ডার সাংবাদিকদের উপহার প্রদান করেন।