চুয়াডাঙ্গা প্রতিনিধি : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনীর নৃশংস হত্যাকান্ডের দুই বছর পূর্তিতে হত্যা রহস্য উন্মোচন ও প্রকৃত খুনিদের গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচির পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, ‘নানান টালবাহানায় চাঞ্চল্যকর এ খুনের প্রকৃত রহস্য আদৌ বের হবে কী না তা নিয়ে আমরা এখন যথেষ্ট সন্দিহান। ডিএনএ টেষ্টের নামে সময় নষ্ট হয়েছে অনেক।’ সরকারের আইন শৃংখলা বাহিনীর প্রতি তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারও ইশারায় সাগর-রুনী হত্যার মনগড়া বা সাজানো তদন্ত প্রতিবেদন দাখিল করলে গোটা দেশের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। সমাবেশে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মাহতাবউদ্দিন, আজাদ মালিতা, মরিয়ম শেলী, শাহার আলী প্রমুখ।
মানববন্ধনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সকল সদস্য, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন (কোয়াব) নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।