আবুল কাশেম, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্ণিতে ট্রাক চাপায় মোকাদ্দেস আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
গোড়াই হাইওয়ে থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, ভূঞাপুর থেকে বালু ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-০৩৭৩) ঢাকার দিকে যাওয়ার পথে মির্জাপুর উপজেলার কুর্ণি এলাকায় রাস্তা পারাপারের সময় মোকাদ্দেস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হয় আরাফাত (৭) নামের হেফজ খানায় পড়া তার এক নাতি। মোকাদ্দেস তার নাতিকে মাদ্রায় পৌঁছে দেয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। তার বাড়ি মির্জাপুর উপজেলার ইছাইল গ্রামে। ওই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। পুলিশ টাকটি আটক করেছে।