তাপস কুমার আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে কোন প্রকার সরকারী নিয়ম-নীতির তোয়াক্কা না করে ড্রাগ লাইসেন্সবিহীন যত্রতত্র গড়ে ঊঠছে অবৈধ ঔষধের ফার্মেসী। ওইসব অবৈধ ফার্মেসীতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই দেশি-বিদেশি ঔষধ অবাধে বিক্রি হচ্ছে। ফার্মেসীগুলো থেকে সর্দি, কাশি, জ্বর, ব্যথা ইত্যাদি নানা রোগের কথা বলে ঔষধ ক্রয় করছে সাধারণ ক্রেতাসহ মাদকাসক্তরা। ডাক্তারি ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসী থেকে অতিসহজেই কেনা যায় এসব ঘুম ও নেশা জাতীয় তরল পদার্থের ঔষধ উচ্চ মাত্রার অ্যান্টিবায়েটিক ঔষধ কিনতে কারও কোন বেগ পেতে হয় না। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রিও সেবনকারীদের স্বাস্থ্য ঝুঁকি যেমন বেড়েছে তেমনি হত্যা, আত্মহত্যা, অপহরণ ও মাদক গ্রহনের মত ঘটনাও নিত্য নৈমিত্তিক ব্যপার হয়ে দাঁড়িয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন ফার্মেসী গুলোতে চিকিৎসকের ব্যবস্থা পত্র ছাড়াই ঔষধ বিক্রি হয় প্রায় ৬০ ভাগ। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রিতে নিষিদ্ধ থাকলেও ফার্মেসী ব্যবসায়ীরা তা মানছে না। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে অ্যাজমা ডায়বেটিকসহ বিভিন্ন গুরুতর রোগের রোগীদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখার আশংকা রয়েছে। ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসী থেকে যক্ষা, ক্যান্সার, উচ্চ রক্ত চাপের মত জটিল রোগের ঔষধ কেনা যায় সহজে এবং ফার্মেসী ব্যবসায়ীরা নিজেদের মন মত ডাক্তার বসিয়ে রোগীদের সেবা দিচ্ছে আর সেবার নামে রোগীদের সাথে প্রতারনাও করছে বলে অভিযোগ উঠেছে।
রাজধানীতে এক পুলিশ দম্পত্তি খুন হয়েছেন তাদের একমাত্র মেয়ে ঐশির হাতে বাবা মাকে খুনের আগে সে তাঁদের জন্য কফি বানায় এবং তাতে উচ্চ মাত্রার ঘুমের ঔষধ মিশিয়ে দেয় এ ঘুমের ঔষধ কেনা হয়েছিল চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই। অভিজ্ঞ জনদের মতে ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রয়ের জন্য কঠোর শাস্তি মূলক ব্যবস্থা না থাকায় ঐশির পক্ষে উচ্চ মাত্রার ঘূমের ঔষধ সংগ্রহ করা সম্ভব হয়েছিল। সারা দেশে ঘুমের ঔষধ বা চেতনা নাশক ঔষধ ব্যবহার করে চুরি ডাকাতি এমনকি হত্যার মত ঘটনা প্রায় ঘটছে। আত্মহত্যার ঘটনাও কম নয়। ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ বিক্রির ঘটনায় জনস্বাস্থ্যের জন্য যেমন হুমকির সৃষ্টি করছে তেমনি আইশৃঙ্খলার জন্য ডেকে আনছে বিলম্বনা।