শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ শেরপুরের শ্রীবরদী থানায় নতুন ওসি মো. বেলাল উদ্দিন তরফদার যোগদান করেছেন। ৬ ফেব্র“য়ারী তিনি ওই পদে যোগদান করেন। ৯ ফেব্র“য়ারি বেলা ২ টায় তার নিজ কার্যালয়ে গণমাধ্যমকে জানান, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব আইনের আওতায় থেকে সকলের সহযোগিতা নিয়ে সমতার নীতির ভিত্তিতে সুযোগ নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমে নিয়োজিত ব্যক্তিবর্গদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন। তিনি জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করে এই উপজেলা মাদক, সন্ত্রাস, নাশকতাসহ সকল অপরাধ নির্মূলে সচেষ্ট থেকে ন্যায় বিচার নিশ্চিত করণের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।