নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে রবিবার ওমর আলী (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় ওই দিনই সন্ধ্যায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত ওমরের ছেলে আঃ রাজ্জাক বাদী হয়ে ১ মহিলাসহ ৫ জনকে অধিভুক্ত করে ওই মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী অফিসার এস আই সাহাদৎ হোসেন রাতেই অভিযান চালিয়ে উপজেলার দাউদপুর ইউনিয়নের মনিরাম পুর গ্রামের মৃত নেজাম উদ্দীনের ছেলে আনছার আলীকে গ্রেফতার করেছে।
উলেখ্য, রবিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের উঃ মুরাদপুর গ্রামের মৃত মিয়ার উদ্দীনের ছেলে ওমর আলী পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের মারপিটের শিকার হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।
নবাবগঞ্জে মহান শহীদ দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জে মহান ২১ ফেব্র“য়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/১৪ পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে তার সভা কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও সাংবাদিক অংশ গ্রহন করেন। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সরকারী নির্দেশনা মোতাবেক নানা কর্মসূচী গৃহিত হয়।
নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়
দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন উপজেলার দাউদপুর হাটে আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও তৈরীর অভিযোগে দোকানীদের ওই জরিমানা করেন।