সিংড়া (নাটোর) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি কে নাটোরের সিংড়ায় রবিবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে নাগরিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
নাগরিকদের পক্ষ থেকে সিংড়া পৌর মেয়র ম্যাব মহাসচিব শামিম আল রাজি প্রতিমন্ত্রী কে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জাফর উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম, বিশিষ্ট রবীন্দ্র গবেষক রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ড. আশরাফুল ইসলাম, নাটোর পুলিশ সুপার ড. নাহিদ হাসান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাধারণ সম্পাদক এস এম রাজু আহমেদ, অর্থ সম্পাদক এম এ এইচ আরিফ, দপ্তর সম্পাদক আকতার হোসেন অপূর্ব, নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম প্রমুখ।