জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে আন্ত:প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। উমির উদ্দিন পাইলট হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। ৬ ফেব্রুয়ারী থেকে প্রতিযোগিতা শুরু হয়ে ৮পর্যন্ত চলে। ৮টি বিষয়ে উপজেলার দেড় শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ কিসমত পাশা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী প্রতিযোগিতায় বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের আহবায়ক আ:রাজ্জাক সুজা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, উমির উদ্দিন পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলতাফুর রহমান প্রমুখ।