তানোর (রাজশাহী) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক ডাক ও টেলিয়োগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হল বলেছেন, উপজেলা নির্বাচন বিএনপি’র জন্য সামনে বড় চ্যালেঞ্জের নির্বাচন। এই নির্বাচনে আমাদের একক প্রার্থী দিয়ে জয়লাভ করতে হবে। আ’লীগকে প্রতিহত করতে হলে আমাদের দলীয় একক প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, অনেক নেতাকর্মী আছে নির্বাচন করার মত কিন্তু সকলকে নির্বাচনে প্রার্থী করা সম্ভব নয়। অনেকের ক্ষোভ দুঃখ থাকতেই পারে, তারপরেও আমাদের একক প্রার্থী করা ছাড়া কিছু করার নাই। তিনি উপস্থিত দলের নেতা-কর্মীদের আসন্ন উপজেলা নির্বাচনে দলের একক প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে ভোট করার আহবান জানান।
গতকাল শনিবার বিকালে তানোর উপজেলা ডাকবাংলো চত্বরে থানা বিএনপি আয়োজিত তানোর উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রার্থী ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তানোর উপজেলা বিএনপি’র সভাপতি এমরান আলী মোল্ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হারুনুর রশিদ, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরী, জেলা বিএনপি’র সহ-সভাপতি আনারুল ইসলাম, তোফাজুল হেসেন তপু, সাধারণ সম্পাদক কামরুল মনি, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মন্টু, কাঁটাখালি পৌর বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, তানোর থানা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল রহিম মোল্া, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপি’র সভাপতি বিশ্বনাথ সরকার, মুন্ডুমালা পৌর বিএনপি’র সভাপতি মোজ্জামেল হক, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বাধাইড় ইউপি’র চেয়ারম্যান ও বিএনপি’র নেতা কামরুজ্জামান হেনা, কলমা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুলতান আহাম্মেদ, সাধারণ সম্পাদক হযরত আলী, কামারগাঁ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদ, তানোর থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা, সাংগঠনিক সম্পাদক শফিক মুন্সি, তানোর পৌর যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আশরাফ আলী, তানোর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জার্জিস মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রাত ৮টার দিকে প্রধান অতিথি আমিনুল হক প্রার্থীদের নাম ঘোষনা করেন। উপজেলা চেয়ারম্যান পদে তানোর উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্া এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানীর নাম ঘোষনা করেন। তবে উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র দলীয় কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি। দলীর একাধিক সূত্রে জানা গেছে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা (পুরুষ) ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রহিম মোলাকে ১৯ দলীয় পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে।