সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, জনগনের সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকারের ব্যাপক অবদান রয়েছে। চলনবিলের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। শনিবার চলনবিলের কৃষকের উন্নয়নে আজীবন মানুষের পাশে থাকবো । প্রতিমন্ত্রী চলনবিলের ১২ কিঃমিঃ বড়ছিড়া খাল উদ্বোধন পর জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, বিএডিসির চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, প্রধান প্রকৌশলী খলিলুর রহমান, ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, উপ-সহকারী প্রকৌশলী বজলুর রহমান, ঠিকাদার আব্দুল জব্বার প্রমূখ। পরে তিনি ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী সভায় যোগ দেন।