নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নন্দীগ্রামে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন মনোনয়নপত্র দাখিল করেছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ, সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তৌহিদুর রহমান খান শামীম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এড.ইলিয়াস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এড.ইউনুস আলী, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আহসান বিপ্লব রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, জাসদ নেতা কামরুজ্জামান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিংকু। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুঞ্জুরুল ইসলাম রাজু, প্রভাষক সুদর্শন চন্দ্র, আওয়ামী লীগ নেতা মুকুল মিয়া, যুবলীগ নেতা তপন চন্দ্র মহন্ত দুলাল, উপজেলা যুবদলের সভাপতি মো.আলেকজান্ডার, যুবদল নেতা ফারুফুল হাসান তালুকদার ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা বেগম ও জান্নাতুল ফেরদৌস লিপি, রেশমা বিবি ও আশরাফুন্নেছা মনোনয়নপত্র দাখিল করেন।
