ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুষ্টিয়ায় সাংবাদিক সম্মেলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ১:৪৪ অপরাহ্ণ

civil sarjon picকুষ্টিয়া প্রতিনিধি : হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুষ্টিয়া সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারী বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

Shamol Bangla Ads

সম্মেলনে বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান, এসএমও (ডব্লিউ এমও) ডাঃ মাহাবুব হোসেন ও কুষ্টিয়া সিনিয়র তথ্য অফিসার ও কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ তৌহিদুজ্জামান।
সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘হাম-রুবেলা টিকাটি খুবই নিরাপদ। পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। অন্যান্য টিকা দিলে যেমন টিকা দেওয়ার জায়গাটি ফুলে যায় বা হালকা জ্বর আসে। এ টিকাটির ক্ষেত্রেও কারও কারও এমন হতে পারে। এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই।’ সরকারি ব্যবস্থাপনায় যে টিকা দেওয়া হয়, সেটি সবচেয়ে মানসম্মত বলে তিনি উলে­খ করেন।
তিনি আরো বলেন, টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তার পরও প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্্ের জরুরি মেডিকেল স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। তবে গুরুতর অসুস্থ শিশুকে এ টিকা দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে।
এসএমও (ডব্লিউএমও) ডাঃ মাহাবুব হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচির আয়োজন হতে যাচ্ছে ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্র“য়ারী পর্যন্ত।
এ কর্মসূচির আওতায় নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হবে।
তিনি আরো বলেন, হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। যেকোনো বয়সে হাম হতে পারে। তবে শিশুদের মধ্যে এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু ঝাঁকি বেশি। জটিলতাগুলোর মধ্যে নিউমোনিয়া, ডায়ারিয়া, অপুষ্টি, এনকেফেলাটিস, অন্ধত্ব, বধিরতা অন্যতম। অন্যদিকে রুবেলাও ভাইরাসজনিত রোগ। গর্ভধারণের তিন মাসের সময় রুবেলা ভাইরাস আক্রমণ করলে ৯০ ভাগ ক্ষেত্রে মায়ের গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। সে ক্ষেত্রে গর্ভপাত এমনকি গর্ভের শিশুর মৃত্যুও হতে পারে। শিশুর হূদযন্ত্রে ছিদ্র হতে পারে, শিশু অন্ধও হতে পারে। বাংলাদেশে প্রতি ১০ লাখে দুই হাজার ৯৭৯ জন রুবেলায় আক্রান্ত হয়।
কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার ও কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ তৌহিদুজ্জামান বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী শিশুরা লেখাপড়া করে সেসব প্রতিষ্ঠানই টিকাদান কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। যেসব শিশু স্কুলে যায় না কিংবা স্কুলে টিকা নেয়নি, তারা দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে দেশে যে এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্র আছে সেখান থেকে টিকা নিতে পারবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আ.ফ.ম নুরুল কাদের, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মিলন উল­াহ,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ বার্তার সহ-সম্পাদক এস এম জামাল, বজ্রপাতরে সিনিয়ির ষ্টাফ রিপোর্টার রাজু আহমেদ, কুষ্টিয়ার কাগজের চীফ রিপোর্টার এস এম আকরাম, দৈনিক জনমতামতের বার্তা সম্পাদক খাইরুল ইসলাম সম্রাট, আরশীনগরের বার্তা সম্পাদক ইমাম মেহেদীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার সাংবাদিবৃন্দ।
জেলায় হাম-রুবেলার ৬লক্ষ ১৭হাজার ৯০৭ জন শিশুকে এ টিকা এবং ২লাখ ২০হাজার ২৪২ জন শিশুকে পোলিও খাওয়ানো হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!