ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডমালা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে কামাল হোসেন (২২) নামে এক বাংলাদেশী জেলে আহত হয়েছে। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ভোরে ওই ঘটনা ঘটে।
বিজিবি ও এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার ভোরে মন্ডুমালা সীমান্তের ৩৮৪ পিলারের পাশে নাগর নদীতে মাছ ধরতে যায় কামাল হোসেন। ওই সময় ভারতের ভেলাগাছি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে কামাল হোসেন গুরুতর আহত হয়। পরে স্থাণীয়রা তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।