পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়ায় মঙ্গলবার গভীর রাতে ঢাকাগামী বাস তল্লাশী করে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ পুলিশ ১ ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিঁবাড়ী থানার উত্তর বেতকা গ্রামের মৃত আঃ খালেক দেওয়ানের ছেলে আমির হোসেন (৩৮)।
পুঠিয়া থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২-০৫মিঃ পুঠিয়ায় শ্যামলী বাস কাউন্টারের সামনে মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী বাস দেশ ট্রাভেল ঢাকা ব-১৪-৬৯৭৮ পুঠিয়া থানা পুলিশের একটি দল তল্লশী চালায়। এ সময় গাড়ীর সিট এফ-১ এর যাত্রী আমির হোসেন (৩৮) এর দেহ তল্লাশী করে কোমরে প্যান্টের নিচে রাখা লোড অবস্থায় একটি টঝঅ তৈরী কালো রংয়ের পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ ব্যাপারে আমির হোসেনকে আসামী করে অস্ত্র আইনে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে। আসামী কোর্টে সোপর্দ করা হয়েছে।