শ্যামলবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’, ‘বি’, ‘সি’, ও ‘ডি’ ইউনিটের প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত পরীক্ষার্থীদের ভর্তির সাবজেক্ট চয়েস ফরম পূরণ ৩১ জানুয়ারি সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১ ফেব্রুয়ারি এবং ‘ই’ ইউনিটের সাবজেক্ট চয়েস ফরম পূরণ ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, ‘এ’ ইউনিটের বিজ্ঞান শাখার মেধাক্রম ১ থেকে ৬০৫০ পর্যন্ত, অন্যান্য শাখার মেধাক্রম ১ থেকে ২০০ পর্যন্ত, ‘বি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ১ থেকে ২২৪০ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ১ থেকে ৫৯১ পর্যন্ত, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার মেধাক্রম ১ থেকে ২৩৬ পর্যন্ত, ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখার মেধাক্রম ১ থেকে ১২০০ পর্যন্ত, অন্যান্য শাখার মেধাক্রম ১ থেকে ১০৪ পর্যন্ত এবং ‘ডি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ১ থেকে ৯৫০ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ১ থেকে ৫৫০ পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার মেধাক্রম ১ থেকে ২২০ পর্যন্ত মেধা ক্রমধারীদের সাবজেক্ট চয়েস ফরম পূরণ সংশ্লিষ্ট ডিন অফিসে অনুষ্ঠিত হবে। এছাড়া ১ ফেব্রুয়ারি ‘এ’, ‘বি’, ‘সি’, ও ‘ডি’ ইউনিটের কোটায় আবেদনকৃত ছাত্রছাত্রীদের সাবজেক্ট চয়েস ফরম পূরণ সংশ্লিষ্ট ডিন অফিসে অনুষ্ঠিত হবে।
‘ই’ ইউনটিরে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের সাবজেক্ট চয়েস ফরম পূরণ পুরাতন বিজনেস স্টাডিজ ভবনে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিন পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে।
পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র/প্রশংসাপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে ৬ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যেই প্রাপ্ত বিষয়ে ভর্তি হতে হবে।