যশোর প্রতিনিধি : যশোরে প্রতিপক্ষের হামলায় শরীফ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। ১৯ জানুয়ারী রবিবার বিকেলে ওই ঘটনা ঘটে। নিহত শরীফ যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং উপশহরের ই ব্লকের শফিকের ছেলে। ওইসময় আব্দুলাহ আল নোমান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র আহত হয়েছেন। সে একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুলাহ আল নোমান। সে ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র।
জানা যায়, দুপুরে শরীফ ও নোমান উপশহরের এফ ব্লকে ঘুরতে যান। এসময় পূর্ব বিরোধের ধরে ওই এলাকার জুয়েল, আরিফ ও নাজমুল তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই তিনজন শরীফ ও নোমানকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে শরীফের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, ওই ঘটনায় নাজমুল নামের এক যুবককে আটক করা হয়েছে।