জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। চলতি বছরে উপজেলায় প্রায় ৮শ’ কম্বল বরাদ্দ দেয়া হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের তত্বাবধানে কম্বল বিতরণ অব্যাহত আছে। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজকে নিজনিজ উদ্যোগে কম্বল বিতরণ অব্যাহত রাখতে দেখা গেছে।
উল্লেখ্য, উপজেলাবাসির চাহিদার তুলনায় কম্বল কম বরাদ্দ পাওয়ায় বিতরণকালে সংশ্লিষ্টদের বিব্রত পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। এজন্য শীতার্তদের জন্য বরাদ্দ বৃদ্ধির জন্য সরকারের কাছে দাবী জানানো হয়েছে। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ: লতিফ জানান, বরাদ্দ বৃদ্ধির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।