শ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দশম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন আহ্বান করেছেন। ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় ওই প্রথম অধিবেশন বসবে। অধিবেশনের শুরুতেই স্বাগত ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
১৩ জানুয়ারী সোমবার সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক জয়নাল আবেদীন ওই তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার বিকালে রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদের এ অধিবেশন আহ্বান করেন। প্রথম অধিবেশনেই নতুন স্পিকার নির্বাচন করা হবে। এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নির্বাচন করা হবে। একই সঙ্গে বিরোধী দলের আসন বরাদ্দ দেয়া হবে। সংসদীয় কমিটির বৈঠকে বিরোধী দলের ওই আসন বরাদ্দ করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান স্পিকার ড, শিরীন শারমিন চৌধুরী। রবিবার নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়।