রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধি : নির্বাচনী সহিংসতার সাথে জড়িত থাকার সন্দেহে রামগঞ্জ থানা পুলিশ শনিবার ১১ জানুয়ারি রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ১৮ দলীয় জোটের আরো সমর্থক ৪ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলো উত্তর নারায়নপুরের ছলেমানের ছেলে মোঃ সাইফুল্লাহ হেলাল (৪৫), আবদুল লতিফের ছেলে রহমত আলী (৬০), পৌরসভার রতনপুর গ্রামের চৌকিদার বাড়ির ফজল হকের ছেলে জাবেদ ওমর (২৮), লামচর ইউপির দরগা বাড়ির সৈয়দ আহমেদের ছেলে শরীফুল ইসলাম (১৮)।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের পরিবারের লোকজন জানায়, গ্রেফতারকৃতরা নির্দোশ, নির্বাচনী সহিংসতার সাথে তারা জড়িত নয়। পুলিশ অন্যায় ভাবে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগীতায় রাজনৈতিক উদ্দেশে তাদেরকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন রামগঞ্জে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বাক্সে আগুনসহ বিভিন্ন ঘটনায় রামগঞ্জ থানা পুলিশ ও কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারগণ বিএনপি, জামায়াত-শিবিরসহ ১৮ দলীয় জোটের প্রায় ৮ হাজার নেতাকর্মী ও সমর্থকদের আসামী করে রামগঞ্জ থানায় ২৩টি মামলা দায়ের করে। পুলিশ এসব ঘটনার সাথে জড়িত মামলার আসামীদের গ্রেফতার করতে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। এতে করে বিএনপি ও জামায়াত-শিবিরসহ ১৮ দলের নেতাকর্মী ও সমর্থকরা গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ বুধবার ৮ জানুয়ারি থেকে অভিযান চালিয়ে এ যাবত ১৮ দলের ১৫ জন নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করে লক্ষীপুর জেল হাজতে প্রেরণ করেছে।