দেবিদ্বার প্রতিনিধি: দেবিদ্বার পৌর এলাকার পোষ্ট অফিস পাড়াস্থ মরহুম আবু মুছা ভূঞার স্ত্রী ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বোরহান উদ্দিন (স্বপন) ভূঞা’র মাতা হোসনেয়ারা ভূঞা(৮০) শুক্রবার সকাল সাড়ে টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন’)। মৃত্যুকালে ৪পুত্র, ৩কণ্যা, নাতী-নাতনী ও বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা ও নিজ গ্রাম মুরাদনগর উপজেলার পরমতলা(বৃন্দাপুর) বাদজোহর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়েছে।
