রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : তীব্র শীত আর ঘন কুয়াশায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার প্রায় অর্ধশত চরের মানুষ কাবু হয়ে পড়েছে। চরের যেসব দুস্থ ও নিম্ন আয়ের মানুষের ঘরে গরম কাপড় নেই, তারা শীতে কাঁপছে। এদিকে গত ৩৬ ঘণ্টায় রাজীবপুর উপজেলায় তীব্র কুয়াশায় ও শীতজনিত কারণে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হচ্ছেন চররাজীবপুর মাদ্রাসাপাড়া গ্রামের ছবুরা খাতুন (৪৫), গড়াইমারী গ্রামের ফজর আলী (৭০) এবং বালিয়ামারী মধ্যপাড়া গ্রামের আমিনা বেগম (৬০)। শীতের প্রকোপে তাঁদের মৃত্যু ঘটেছে বলে নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে।

সরেজমিন ওই চরাঞ্চল ঘুরে জানা গেছে, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে নদীভাঙনে গৃহহীন মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানবেতর জীবন যাপন করছে তারা। অনেকে আবার দিনের বেলায় খড়কুটো জ্বালিয়ে গোল হয়ে বসে শীত নিবারণের চেষ্টা করছে। বৃদ্ধ, শিশু ও প্রসূতিরা পড়েছে আরো বিপদে। নিম্ন আয়ের দিনমজুররা কাজে যেতে পারছে না। এদিকে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে ব্রহ্মপুত্র নৌপথে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
তীব্র শীতে আর ঘন কুয়াশায় বোর ধানের বীজতলাগুলো দিন দিন নষ্ট হয়েছে পড়ছে । মোহনগঞ্জ ইউনিয়নের সবুজপাড়া গ্রামের কৃষক রকমত আলী বলেন যে বাবারে এত ঠান্ডা আর কুয়াশা পরছে যে আমাগো ধানের চারা গুলো মারা যাইতেছে ।
