ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, প্রহশনের নির্বাচন বাতিল নেতাকর্মীদের নিহতের প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অর্নিদৃষ্ট কলের অবরোধে এবং ৪৮ ঘন্টা হরতাল মঙ্গলবার ডুমুরিয়া শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে। দূর পালার কোন যানবহন চলাচল করে নি। দোকান পাট বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম।

হরতাল চলাকালীন উপজেলা বিএনপির উদ্যোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, চেয়্যারম্যান শেখ দিদারুল হোসেন, শেখ আতিয়ার রহমান, গাজী আ: হালিম মোল্যা মসিউর রহমান, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ ফরহাদ হোসেন, মনির হোসেন গোলদার, একরামুল হোসেন, হাফেজ মতিয়ার রহমান, মোল্যা আবুল কালাম, আবুল হোসেন সরদার, শফিকুল ইসলাম খান, শেখ সোহরাব হোসেন, মিজান কাজী, কাশেম মেম্বর, মুনসুর শেখ, আ: হাই, আব্দুর রাজ্জাক, রব গাজী, আজিজুল সরদার, আশিকুর রহমান, হুমায়ুন শেখ, পারভেজ গাজী, সোহাগ গোলদার, শহীদ খান, আফছার শেখ, রশিদ মেম্বর, কাদের মেম্বর, ফরিদুল শেখ, লিটন শেখ, মনু সরদার, রবিউল শেখ, মোজাফ্ফার শেখ, রাজ্জাক খান, মোস্ত মেমরবর, জামিনুর শেখ মনিরুল শেখ, আ: খালেক, আকরাম হোসেন, কাশেম সরদার, অমর দেবনাথ, আরিফ খান, হারুন খান, কল্যান বাড়ই, সৌমিত বৈরাগী, রবিউল সরদার, সেলিম শেখ, মুজিবর সরদার, বেলাল হোসেন, রকীব মীর, হাদিউজ্জিামান, কালাম মোড়ল, আতিয়ার সরদার, আজিজ মোড়ল, এরশাদ আলী, হাবুল খান, জিন্নাহ, জাহাতাপ, রহিম, আলমগীর, হালিম, প্রমুখ। সমাবেশ শেষে হরতাল এবং অবরোধে সমর্থনে একটি বিক্ষোভ মিছিল ডুমুরিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
