ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বেসরকারি ও মানব উন্নয়ন সংস্থা ধ্রুব’র আয়োজনে দলিত সম্প্রদায়ের ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন ও হাইজিনিক প্যাকেজ সামগ্রী বিতরন করা হয়। ২০ ডিসেম্বর শুক্রবার সকালে জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. সামছু-দ্দোজা।
সংস্থার নির্বাহি প্রধান মি. উত্তম দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার ইন্টার ন্যাশনাল পরিচালক মিঃ ট্রয় এন্ডারসন, প্রকল্প পরিচালক মিসেস রেখা মারিয়া বৈরাগি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেহেদি আল মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রকল্প সমন্বয়কারি এ্যাডঃ পারভিন আকতার শিউলি, ডুমুরিয়া থানার এস আই মোঃ মহসিন, মিস মুক্তি দাস, মিঃ অলোক দাস, সাগরিকা দাস, মারিয়া বিশ্বাস লিপি, লিটন বৈরাগি, তনিমা দাস, টুম্পা দাস প্রমুখ। অনুষ্টানে সমাজের সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্টি দলিত সম্প্রদায়ের ১২৫ জন ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন ও হাইজিনিক সামগ্রী সাবান, পাউডার, স্যাভলন, টুথপেষ্ট, ব্রাশ, শ্যাম্পু, ন্যাপথলিন, চিরুনি ও খাবার সেমাই বিতরন করা হয়।