স্টাফ রিপোর্টার : ২১ তম জাতীয় টিকা দিবস উপলক্ষ্যে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার শেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডা. নারায়ন চন্দ্র দে জানান, জেলার ৫ উপজেলায় জাতীয় টিকা দিবসে ০-৫৯ মাস বয়সী ২ লাখ ১১ হাজার ২শ ৫০ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। এজন্য এক হাজার ৪শ ১৯ টি টিকাদান কেন্দ্রে ৬শ ৩০ জন স্বাস্থ্য কর্মীর পাশাপাশি ৭ হাজার ৯৫ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।
২১ ডিসেম্বর শনিবার জাতীয় টিকা দিবসের প্রথম রাউন্ড এবং ২৫ জানুয়ারী দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে পোলিও টিাকার পাশাপাশি ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ ‘হাম-রুবেলা’ টিকা দেওয়া হবে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সঞ্জিব কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা. সেলিম মিঞা। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।