আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাওয়ে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের বাসার গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে মশাখালী ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামে।
জানা যায়, মশাখালী ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামের মৃত আঃ ছালামের মেয়ে হাছনা খাতুন (৩০) গত প্রায় যুগ ধরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের বাসায় গৃহকর্মীর কাজ করতো। কিছুদিন ধরে গৃহকর্মী হাছনা ছুটি নিয়ে বাবার বাড়িতে ছিল। তার ছোট আজিজুল হক জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ওরনা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে হাছনা। তবে গৃহকর্মী হাছনা কি কারনে আত্মহত্যা করে সে সম্পর্কে তার পরিবার বা পুলিশ কিছু জানাতে পারছে না।
পাগলা থানার উপ-পরিদর্শক আজিজ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়।
