মেহের আমজাদ,মেহেরপুর : সরকারী গাছ কেটে সড়ক অবরোধে ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন সহ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নামে মামলার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। ১ ডিসেম্বর সকালে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর পিটিআই মোড়ে অবরোধের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। ওই দিন রাতেই মেহেরপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদি হয়ে মাসুদ অরুনকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। এজাহারে বিএনপি-জামায়াতের আরো ২৪ জনের নাম উল্লেখ্য পুর্বক অজ্ঞাত ৪/৫ শ জনকে আসামি করা হয়েছে। ওই দিন এমন কোন ঘটনা ঘটেনি দাবি করে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
