চর ভদ্রাসন ( ফরিদপুর) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪(চর ভদ্রাসন-সদরপুর-ভাঙ্গা)আসনে গনসংযোগে স্হানীয় জনগনের ব্যাপক সাড়া মিলছে । ভাঙ্গা সদপুরের পর গতকাল শুএবার চর ভদ্রাসন উপজেলার চর হাজি গন্জ বাজারের গনসংযোগে কয়েক হাজার লোকের সমাগম হয় । শ্লোগানে মূখরিত হয়ে উঠে পুরো এলাকা বঙ্গবন্ধুর নাতী আমরা তার সাথী, নিক্রান ভায়ের আগমন সুভেচ্ছার সাগতম,এসময় হাজি গন্জ উচ্চ বিদ্যায়ের সামনে ছাএলীগ ও যুবলীগের ৪/৫ শত লোকের একটি বহর তাকে স¦াগত জানান, জানা যায় স্হানীয় একজন প্রভাব শালী আওমীলীগনেতার অত্যাচারে এলাকার লোকজন কাজী জাফরউল্লার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ্।
