চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : একতরফা তফসিল ঘোষণা বিরোধী দলের উপর যুলুম নির্যাতন, নেতৃবৃন্দকে গ্রেফতার ও মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে ১৮ দলের ৭২ ঘন্টা ডাকা অবরোধের প্রথম দিনে রাজশাহীর সরদহ রেলস্টেশন সংলগ্ন রেললাইনে ৩০ নভেম্বর শনিবার অবরোধকারীরা আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্তূজা জানান, খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হলে অবোরধকারীরা পালিয়ে যায়। সরদহ রেল স্টেশনের হাফ কিলোমিটার পূর্বে রেলইলের উপর অবোরধকারীরা আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।