বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাতনামা লাশের মাথার খুলি উদ্ধার করেছে বিলাইছড়ি থানা পুলিশ।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম মোল্লা জানান, হ্রদের পানিতে লাশের মাথার খুলি ভাসার খবর পেয়ে বিলাইছড়ি থানার পুলিশ দল কুতুবদিয়া-গাছকাটাছড়ি রিজার্ভ সাইট এলাকায় গিয়ে হ্রদের পানি থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশের খুলি উদ্ধার করে ২৬ নভেম্বর (মঙ্গলবার) সকালে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা হতভাগ্য ব্যক্তিটিকে কে বা কারা হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ওই এলাকায় ফেলে গিয়েছিল। উদ্ধারকৃত লাশের খুলিটি দেড়মাস বা এর অধিক সময়ের বলে পুলিশ ধারণা করছে। উদ্ধারকৃত মাথার খুলিটিতে শ্যাওলা পড়েছে আর ওটির মাথার পেছনে ডানপাশে হাড়ভাঙ্গা জখম রয়েছে বলেও ওসি জানিয়েছে। উদ্ধারকৃত লাশের খুলিটি সনাক্ত করার লক্ষে ময়না তদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে বলে ওসি জানিয়েছেন। এব্যাপারে বিলাইছড়ি থানায় একটি মামলা রুজু হয়েছে।