শ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সিলেট ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যা থেকেই রাজধানীসহ ওই দুই জেলা শহরের বিভিন্ন সড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে।
রাজধানী ঢাকাসহ কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েনের সত্যতা স্বীকার করে বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ওইসব এলাকায় বিজিবি নামানো হয়েছে। যাতে তারা বিভিন্ন সড়কে টহল দিতে পারে।