সোমবার , ২৫ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে কাজির বিরুদ্ধে বাল্য বিয়ে রেজিস্ট্রি ও দুর্নীতির অভিযোগ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৫, ২০১৩ ৫:৩৩ অপরাহ্ণ
আত্রাইয়ে কাজির বিরুদ্ধে বাল্য বিয়ে রেজিস্ট্রি ও  দুর্নীতির অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এক কাজির বিরুদ্ধে বাল্য বিয়ে রেজিস্ট্রিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব দুর্নীতির অভিযোগে ওই কাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের নিকট  অভিযোগপত্র দাখিল করা  হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের কাজি মোঃ বজলুর রশিদ দীর্ঘদিন থেকে এলাকায় দেদারছে বাল্যবিয়ে রেজিষ্ট্রি করে যাচ্ছেন। এ ছাড়াও বিয়ে রেজিষ্ট্রিতে অতিরিক্ত ফি আদায়,  টাকা ছাড়া নকল সরবরাহ না করা এবং কন্যা পক্ষকে বিভিন্নভাবে হয়রানী  করে থাকেন।
এদিকে নিজে একজন কাজি হয়ে স¤প্রতি ক্ষিদ্রকালিকাপুর গ্রামের কালাম হোসেনের স্ত্রী রেশমা বিবির (২৬) সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং গত ১৮ অক্টোবর রেশমার দ্বারা পার্শবর্তী রাণীনগর উপজেলার একটি কাজি অফিসে স্বামী তালাক করিয়ে মাত্র ২২ দিনের ব্যবধানে ১০ নভেম্বর তিনি রেশমাকে বিবাহ করেন। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় সমালোচনার ঝড় বইতে শুরু করে। এদিকে তার এ অনৈতিক কর্মকান্ড ও কাজি পেশায় দুর্র্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত কাজি বজলুর রশিদ বলেন, আমাকে হয়রানী করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করা হয়েছে। এ সব অভিযোগের কোন সত্যতা নেই। ওই মেয়ে (রেশমা) স্বেচ্ছায় স্বামী তালাক করেছেন এবং আমি তাকে বিয়ে করিনি। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি বলেন, একটি অভিযোগ পেয়ে একজন অফিসারকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!