দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : জামায়েত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা দেবিদ্বার থানার দুই পুলিশ সদস্যকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে গ্রেফতার করেছে। ২৩ নভেম্বর শনিবার রাতে দেবিদ্বার থানার একদল পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে মো. ওয়াহিদ মিয়া (৫০), আলমগীর হোসেন (২৮), মো. আলম মিয়া (২৪), শাকিরুল আলম (৩০), সাইফুল ইসলাম সোহাগ (৩০), মোস্তফা কামাল (৩২), আ. হক হক্কানী (২২)। রবিবার দুপুরে তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকালে দেবিদ্বার উপজেলা সদরে জামায়েত-শিবিরের ২০/২৫জনের একটি ঝটিকা মিছিল থেকে ওই হামলা চালানো হয়। হামলাকারীরা দুই পুলিশকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। আহত পুলিশ কনস্টেবল বাদল চৌধুরী (৫২) ও আজিজুল হক (৪২)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদেরকে দেখতে হাসপাতালে ছুটে যান কুমিল্লা জেল পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এব্যাপারে দেবিদ্বার থানার এসআই ইমাম হোসেন বাদী হয়ে আটক ৭ জনসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।