স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিস্বরূপ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) উপজেলার জাপার সাংগঠনিক কর্মকান্ডকে শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২২ নভেম্বর বিকেল ৪টায় পৌরশহরের কলেজ রোড সংলগ্ন জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আকরাম হোসেন মন্টুর সভাপতিত্বে উপজেলা জাপার সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধি ও এরশাদ মনোনিত লাঙ্গল প্রতীক প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির আহব্বায়ক মোস্তাইন বিল্লাহ, ছাত্রনেতা আশরাফুল হক সোহেল, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সালমা খাতুন, কেকেরচর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। এসময় শেরপুর জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহব্বায়ক তারেক মুহম্মদ আব্দুল¬াহ রানা, উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহব্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় সমাজের যুগ্ম আহব্বায়ক আব্দুল হাই মো. আল হাদী, পারভেজ, নাজমুল হক, উপজেলা তরণ পার্টির সাধারণ সম্পাদক আকাশ মিয়াসহ উপজেলা জাপা ও তার অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহব্বায়ক ফারুক পারভেজ।