রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজসহ ৪ জন আহত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজ (৩০), ছাত্রদল কর্মী লায়ন (২০), রবিউল (২২), হাফিজুর (১৯)। আহতদেরকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। ওই ঘটনায় উপজেলা সদরে টান টান উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, রাজারহাট এম,আই ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সা. সম্পাদক আব্দুল জব্বার ও উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক গ্রুপের মধ্যে গত ৩ দিন পূর্বে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে বাক-বিতন্ডা ও ধস্তা-ধস্তি হয়েছিল। তারই সূত্র ধরে শনিবার দুপুরে আব্দুল জব্বার গ্রুপের কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে উপজেলা সদর বাজারে প্রবেশ করে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকের রাজ-এর ‘রাজ ফ্যাশন’ কাপড়ের দোকানে গিয়ে তাকে দোকানে না পেয়ে ফুলখাঁর চাকলা রোডের ঠাকুরের আমতল নামক স্থানে তার উপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। পরে রাজ ফ্যাশনে গিয়ে রাজ্জাক গ্রুপের আরও ৩ জনকে মারধোর করে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাসান সরদার বলেন, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযোগ পেলে তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।