ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ,কাপালির হাট ও, গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে গণসংযোগ করেন জাতীয়পাটির্ (জেপি)’র ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচনী কমিটির যুগ্ন আহবায়ক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার,সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু , ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি সদস্য কাদের হাওলাদার, ছালেক তালুকদার, মানিক হাওলাদার,সাইদুর রহমান সাব্বির, যুবসংহতি নেতা গোলাম কবির নান্টু,মোঃমনির সরদার,জামাল উদ্দিন লিটন , শাহআলম ,শওকত ইকবাল লিটু তালুকদার, মিঠু বিশ্বাস, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তফা সিকদার, মামুনুর রশিদ.শিমুল আকন, মীর মেহেদী হাসান ও বুল বুল হোসেন প্রমুখ। গণসংযোগ কালে পৃথক পৃথক ভাবে জাতীয়পার্টি (জেপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মী , ঐ সকল এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ’র মতবিনিময় করেন। মতবিনিময় কালে জাতীয়পার্টি জেপির নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে সাইকেল মার্কার পক্ষে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান ।




