আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে পঞ্চম শ্রেনীর এক ছাত্রকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ২২ নভেম্বর শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে।
জানা যায়, নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের আমান উল্লাহর পুত্র আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র ইমরান (১২) শুক্রবার বিকেলে ছোট ভাই আবু রায়হানকে নিয়ে স্থানীয় পাঁচরাখি বাজারে যায়। বাজার শেষে ছোট ভাই রায়হানকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সে বাজারে থেকে যায়। গভীর রাত পর্যন্ত সে বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা তাঁকে খোঁজা-খোজি শুরু করে। তবে ওই রাতে তাকে আর কোথাও খোঁজে পাওয়া যায়নি। পরে শনিবার সকালে গফরগাঁও উপজেলার চরমছলন্দ পশ্চিমপাড়া গ্রামের কালের বাড়ি সংলগ্ন স্থানে এলাকাবাসী অজ্ঞাত পরিচয়ের একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গফরগাঁও থানায় নিয়ে যায়। খবর পেয়ে আমান উল্লাহ গফরগাঁও থানায় গিয়ে এটি তার ছেলে ইমরান বলে সনাক্ত করে। পুলিশ জানায়, স্কুল ছাত্র ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব মিয়া জানান, ইমরানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।