শনিবার , ২৩ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিজয়ী করতে হবে : মোহাম্মদ নাসিম

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০১৩ ৬:৫৮ অপরাহ্ণ

nasimসিরাজগঞ্জ প্রতিনিধি : ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, মাঠপর্যায়ে বিএনপি নেতাকর্মীরাও আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে চায়। কিন্তু জামায়াতের সাথে সর্ম্পক নষ্ট হবে বিধায় খালেদা জিয়া ও তার দল নির্বাচন প্রতিহত করার ঘোষনা দিয়ে জ্বালাও পোড়াও করে দেশকে অস্থীতিশীল করতে চাচ্ছে। নির্বাচন বানচালের নামে যারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

Shamol Bangla Ads

শনিবার সকালে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।  নেতাকর্মীদের নির্বাচনী মাঠে থাকার নির্দেশ দিয়ে তিনি আরো বলেন, কে নির্বাচনে আসল, আর কারা এলোনা সেটা বড় কথা না। আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঠে থেকে জনগন যাতে করে  নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ তৈরী করতে হবে । প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে মানুষকে ভোটকেন্দ্রে আসতে বলবেন। সবাইকে একতাবদ্ধ থেকে নৌকাকে বিজয়ী করতে হবে ।   জনগন যাকে ভোট দেবে সে এমপি হবে ।এছাড়া গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে এর কোন বিকল্প নেই।

SIRAJGONJ MD NASIM PHOTO 23-11-13 hজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওযামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী, সহ-সভাপতি আবু ইউসূফ সূর্য্য, মহিলা আওয়ামীলীগ নেত্রী জান্নাত আরা হেনরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় জেলা, সদর থানা ও শহর আওয়ামীলীগের নেতাকর্মীরাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!